Tuesday, May 30, 2006

শ্রাবণ কন্যাকে বলছি

আজ রাতের বৃষ্টির ফোটা গুলো
কবিতার পংক্তি হয়ে ভিজিয়ে দেবে
আমার তৃষিত হৃদয়
আমিই হবো সুযোগ্য পাঠক
নিমিষে পড়ে শেষ করবো বৃষ্টি কাব্য।

আজ শ্রাবণের মেঘের রাত
এ রাতেই বৃষ্টি ঝরে সব থেকে বেশি
শুনেছি বৃষ্টির রাতেও চাঁদ জেগে থাকে...

আজ রাতের বৃষ্টির ফোটা গুলো
তোমার মতো শব্দ করে আমাকে
সারারাত জাগিয়ে রাখবে,
আমি মন্ত্রমুগ্ধের মতো সেই মায়াবি
শব্দপাত আত্তস্থ করে
নতুন কবিতার শরীরে ঢালবো...

আজ শ্রাবণের বৃষ্টির রাত
আমি অন্য কোথাও যাবো না
শুধু তোমাতে থাকবে আমার দৃষ্টি নিবদ্ধ
এত বৃষ্টিতে ভিজে কেউ আসবে না
তুমি আর আমি,
শুধু তুমি আর আমি বৃষ্টিতে ভিজবো...

পথ

পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়?

Monday, May 29, 2006

পরীক্ষা

পরীক্ষা পিছানোর মিছিল...জীবনে এই প্রথম আমি কোনো মিছিলে অংশ নিলাম। আমার মনে হয় পরীক্ষা পিছানোর অবশ্যই দরকার আছে...
২৪ মে , তিতুমীর হল, বুয়েট।

Friday, May 12, 2006

বৃষ্টি

কয়েক দিন ধরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর বৃষ্টি...সবকিছুই কেমন অচেনা হয়ে যাচ্ছে দিন দিন। আগে যেখানে রাত ১০টা মানে ঘুমানোর সময় ছি‍‍‍ল এখন সেই আমি ১১টার দিকে পলাশীর রাস্তা ধরে হেটে যাই আমার গন্তব্যে...আগে মনে হতো ঢাকার সব কিছুই নোংরা, কিন্তু নিশুতি রাতের ঢাকা অনেক সুন্দর, অনেক অনেক...
১১ মে, মিরপুর, ঢাকা।

Tuesday, May 09, 2006

৪০ টাকা জোড়া

বেশ কিছুদিন পর আজ কাটাবনে গিয়ে ৪০ টাকা জোড়া গোল্ডফিশ পেলাম। এই মাছ গুলো আমার খুব‌ প্রিয়, কেমন সারাদিন কোনো চিন্তা-ভাবনা ছাড়াই মনের সুখে ঘুরে বেড়াচ্ছে সারা অ্যাকুরিয়ামের ভিতর। মানুষ আর একটা গোল্ডফিশ আলাদা কারন মানুষকে খাবার জন্যে চিন্তা করতে হয় কিন্তু গোল্ডফিশ কে করতে হয় না।
৮ মে, মিরপুর, ঢাকা।

Sunday, May 07, 2006

শ্রাবণের ঘনঘটা

কেন জানি না আজ আমার খুব প্রিয় সেই গান মনে পড়ছে, “আজ শ্রাবণের আমন্ত্রনে...” ২৪ বৈশাখের প্রকৃতি মধ্য শ্রাবণের মত । প্রকৃতি কি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে? এই খেয়ালি আচরণ কি তবে সকল অনাচার, সকল পাপের বিরুদ্ধে?
৭ মে , তিতুমীর হল, বুয়েট।

Friday, May 05, 2006

PL?

বুয়েট জীবনের আরেক PL (Preparatory Leave) চলে এলো। মনে হয় এই তো সেদিন লেভেল-১ এর ক্লাস শুরু করলাম...জীবন থেকে এতো তারাতারি ১৮ মাস চলে গেল, বুঝতেই পারলাম না। স্বপ্নের বুয়েট, এখন হায় বুয়েট...