Tuesday, May 30, 2006

শ্রাবণ কন্যাকে বলছি

আজ রাতের বৃষ্টির ফোটা গুলো
কবিতার পংক্তি হয়ে ভিজিয়ে দেবে
আমার তৃষিত হৃদয়
আমিই হবো সুযোগ্য পাঠক
নিমিষে পড়ে শেষ করবো বৃষ্টি কাব্য।

আজ শ্রাবণের মেঘের রাত
এ রাতেই বৃষ্টি ঝরে সব থেকে বেশি
শুনেছি বৃষ্টির রাতেও চাঁদ জেগে থাকে...

আজ রাতের বৃষ্টির ফোটা গুলো
তোমার মতো শব্দ করে আমাকে
সারারাত জাগিয়ে রাখবে,
আমি মন্ত্রমুগ্ধের মতো সেই মায়াবি
শব্দপাত আত্তস্থ করে
নতুন কবিতার শরীরে ঢালবো...

আজ শ্রাবণের বৃষ্টির রাত
আমি অন্য কোথাও যাবো না
শুধু তোমাতে থাকবে আমার দৃষ্টি নিবদ্ধ
এত বৃষ্টিতে ভিজে কেউ আসবে না
তুমি আর আমি,
শুধু তুমি আর আমি বৃষ্টিতে ভিজবো...

2 comments:

Anonymous said...

Your are Nice. And so is your site! Maybe you need some more pictures. Will return in the near future.
»

Anonymous said...

Especially I like the first site. But other links are informative too, if you are interested check all those links.http://google-index.info/96.html and http://neveo.info/989.html