Sunday, July 02, 2006

বনমুগ্ধতা

প্রথম প্রহরের বনমুগ্ধতায় অপলক চাঁহনীর চাঁদমুখ
চমকে আমি, আড়ালে আড়ালে- যেমন তুমি দেখেছ আমায়
খুঁজে দেখা, খুঁজে দেখা- বলতে যেয়েও পারিনি
বদ্ধ আমি, নিজের আবরনে-নিজের বেড়াজালে,
আকাশের তারাকে বাস্তবে পাইনি...
তাই তো সে স্বপ্ন হয়ে গেছে।

মন প্রজাপতি উড়ে বেড়ায়
মন ভ্রমরা খুজে বেড়ায়

যেন দু’ফোটা জলের মত-স্নাত-স্নিগ্ধ-পবিত্র
মনের অন্তর্যামীতে স্থান নিয়েছে-
হারানোর ব্যথায় কেঁদেছি
মুখোশে হাসি, অন্তরের ব্যর্থতায়
কোনোদিনও বুঝলো না, পারবো না বোঝাতেও।
জীবনের শান্ত নদীতে একটি ঢেউ এসেছিল
ক্ষনিকের জন্যে তরঙ্গে দুলেছিলাম...

আজ শান্ত-সমাহিত মন
পূজায় পূজায় সাজিয়ে তোমায়,
গৌরবে মন মোহনায়-
এঁকে দেয়া বসন্ত স্বপ্ন।

No comments: