Tuesday, March 13, 2007

বাংলাদেশ দলের জন্য শুভকামনা

আরেকটি কঠিন টার্ম পার করে গতানুগতিক পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছি। সবগুলো টিভি চ্যানেল খুল্লেই দেখা যায় ভারতের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে উন্মাদনা অথচ আমরা আমাদের নিজেদের দল বিশ্বকাপে খেলা সত্বেও সেই অর্থে জেগে উঠতে পারছি না...বাংলাদেশের মানুষ এখনও ঘুষখোর, গাড়িচোর, দখলদার আর চাঁদাবাজদের নিয়েই মেতে আছে...শুভকামনা বাংলাদেশ দলের জন্য...

No comments: