Sunday, November 05, 2006

২২ অক্টোবর, ২০০৬

অনেকদিন পর যান্ত্রিক ঢাকা শহরের কালো ধোয়া থেকে দূরে ঈদের ছুটিতে গ্রামে বসে লিখছি। মাঝে পরীক্ষার কারনে সময় হয়ে ওঠেনি, লিখতে ইচ্ছে করেনি পরীক্ষা শেষ হবার পরেও। কনফুসিয়াস কে ধন্যবাদ আমার ব্লগটি বাংলা ইউনিকোড ব্লগ সাইটে যুক্ত করার জন্যে।

সম্ভবত আমি একজন নৈরাশ্যবাদী মানুষ, এজন্য একজন অর্থনীতিবিদের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তি আমাকে উদ্বেলিত করেনা বরং ৩৮% সুদে ঋন নেয়া মানুষগুলোর প্রতি সপ্তাহে ঋনের কিস্তি পরিশোধের প্রানান্ত চেষ্টা আমাকে পীড়া দেয় এবং হাসি পায় যখন সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক দল গড়ার আশ্বাস দেন। সত্যিই দেশ এগিয়ে চলেছে অদ্ভুত এক উটের পিঠে চেপে।