Tuesday, December 26, 2006

Sunday, December 24, 2006

উল্টো ঘুড়ি

এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-

দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে
স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?

সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।

সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।

আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,
সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে...

এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?
উল্টো ঘুড়ি :: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ; দিয়েছিলে সকল আকাশ:


[আমার বন্ধুরা বা যারা আমার ব্লগ নিয়মিত পড়ে তাদের একটা অপবাদ আমার প্রায়ই শুনতে হয় যে, আমি যখন লেখার কিছু খুঁজে পাই না তখন ব্লগে কবিতা লিখা শুরু করি, তাদের উদ্দেশ্যে বলছি- আমি নিয়মিত কবিতা পড়ি এবং যে কবিতা গুলো আমার মাথার ভিতর ঢুকে যায় শুধু সেগুলোই আমি ব্লগে দেই- এর বেশি কিছু নয়।]

Thursday, December 21, 2006

দূরে আছো দূরে

তোমাকে পারিনি ছুঁতে, তোমার তোমাকে-
উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছি সুখ,
পরস্পর খুড়ে খুড়ে নিভৃতি খুঁজেছি।
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।

যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে
আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ,
পেয়েছো কিনারাহীন আগুনের নদী।

শরীরের তীব্রতম গভীর উল্লাসে
তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি-
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।
জীবনের ’পরে রাখা বিশ্বাসের হাত
কখন শিথিল হয়ে ঝ’রে গেছে পাতা।
কখন হৃদয় ফেলে হৃদপিন্ড ছুঁয়ে
বোসে আছি উদাসীন আনন্দ মেলায়-

তোমাকে পারিনি ছুঁতে-আমার তোমাকে,
ক্ষাপাটে গ্রীবাজ যেন, নীল পটভূমি
তছ নছ কোরে গেছি শান্ত আকাশের।
অঝোর বৃষ্টিতে আমি ভিজিয়েছি হিয়া-

তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।।
দূরে আছো দূরে :: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ; দিয়েছিলে সকল আকাশ :


[ইদানীং আমি আবার কবিতা পড়া শুরু করেছি, রুদ্র’র এই কবিতাটি আমার মনের কথা বলে, অবশ্য দিয়েছিলে সকল আকাশ এর সব গুলো কবিতাই আমার অনেক প্রিয়।]

Thursday, December 07, 2006

ভিন্ন আদল

অনেক দিন পর ব্লগ এর চেহারাটা একটু ভিন্ন আদলে রূপ দিলাম...কালো আমার প্রিয় রঙ, তাই কালোতেই সাজালাম সবকিছু...

মেঘমালা

Friday, December 01, 2006

ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল

অনেক দিন ধরেই লেখার তাগিদ অনুভব করছিলাম কিন্তু কি লিখব বুঝে উঠতে পারছিলাম না। মাঝে ঘটে গেছে অনেক পরিবর্তন, অনেক কিছুতেই। চুপ করে শীতকাল চলে এসেছে, সন্ধ্যায় রাস্তায় বের হলেই টের পাওয়া যায় ব্যাপারটা...আমার এক প্রকার ভালো না লাগা রোগ হয়েছে, কোনো কিছুই ভালো লাগে না...ক্লাস, ল্যাব, পড়াতে যাওয়া, ঘুমানো- কোনো কিছুই না... অথচ আমি গান শুনি সামিনা চৌধুরীর, “ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল, ভালো লাগেরে সবই...” হাস্যকর!