মধ্যযুগের গোঁড়ামি এবং কুসংস্কার এখনো হিন্দু সমাজে বিদ্যমান। সাম্প্রতিক সতীদাহের এই ঘটনা থেকে সত্যটি উপলব্ধি করি এবং শিহরিত হই...
1 comment:
Anonymous
said...
মধ্যযুগের গোঁড়ামি এবং কুসংস্কার হিন্দু সমাজের শুধু ব্যাপার না । মুসলমান এবং খ্রীষ্টান সমাজের মধ্যেও তা পুরোপুরি বিদ্যমান । শরিয়তি আইনে যা আছে তা কি মধ্যযুগীয় নয় ? আর খ্রীষ্টান ধর্মগুরুদের স্বীকৃতি পেতে গেলে যে অলৌকিক প্রতিভার পরিচয় দিতে হয় তাও তো একপ্রকারের মধ্যযুগীয় ব্যাপার । ইরানে সৌদি আরবে তো ব্যভিচারের অপরাধে পাথর ছুঁড়ে হত্যা করা হয় ।
1 comment:
মধ্যযুগের গোঁড়ামি এবং কুসংস্কার হিন্দু সমাজের শুধু ব্যাপার না । মুসলমান এবং খ্রীষ্টান সমাজের মধ্যেও তা পুরোপুরি বিদ্যমান । শরিয়তি আইনে যা আছে তা কি মধ্যযুগীয় নয় ? আর খ্রীষ্টান ধর্মগুরুদের স্বীকৃতি পেতে গেলে যে অলৌকিক প্রতিভার পরিচয় দিতে হয় তাও তো একপ্রকারের মধ্যযুগীয় ব্যাপার ।
ইরানে সৌদি আরবে তো ব্যভিচারের অপরাধে পাথর ছুঁড়ে হত্যা করা হয় ।
Post a Comment