Thursday, February 01, 2007
ম্যাজিক
অনেকদিন মাথা থেকে লেখার মত কিছু বের করতে পারিনি, অনেকবারই ভেবেছি দেশের বর্তমান অবস্থা নিয়ে কিছু লিখি কিন্তু পরে আর লিখা হয়ে ওঠেনি...মিড-টার্মের ছুটি শুরু হলো আজ থেকে, বন্ধুরা চলে গেছে সমুদ্র দেখতে কিংবা কেউ গ্রামের বাড়িতে...আমি কিছু করার না পেয়ে ভাবলাম লিখতে বসে যাই। মাঝে পরিবর্তন এসেছে ব্যাপক, বর্তমান ‘তদারকি সরকার’ (‘তত্বাবধায়ক সরকার’- এই শব্দটি কলকাতার এক নিউজ চ্যানেল থেকে ধার করা) ম্যাজিকে সব কিছু ঠিক মত চলা শুরু হয়েছে...দশজন উপদেষ্টা দিয়েই যদি সব কাজ ঠিক চলে তবে কী দরকার পাঁচ ডজন মন্ত্রী প্রতিপালন করার, এই দেশকে আরো দরিদ্র করার? আমরা কি এমনিতেই অনেক পিছিয়ে পড়িনি?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment