Saturday, May 05, 2007

বর্ষপূর্তি

দেখতে দেখতে আমার এই বাংলা ব্লগটি একবছর পার করে দিল...ব্লগ লিখা নিয়ে বেশ কিছু মজার এবং একই সাথে বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি...প্রানের ভাষা বাংলায় মনের কথা লিখছি বিষয়টি আমার কাছে গর্বের হলেও আমার অনেক বন্ধুর কাছে “এটা শুধুমাত্র ভাব বাড়ানো”...গতকাল বসে বসে নিজের পুরনো post গুলো নিজেই দেখলাম, মজার একটা অভিজ্ঞতা-বলে বুঝানো যাবে না...ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার লেখা গুলো পড়েন...

No comments: