Sunday, July 02, 2006

হাস্যকর

ভোটার তালিকা হালনাগাদ এর কাজ শুরু হয়েছে। রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনেই আমি প্রথম ভোট দিতে পারবো, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যারা নতুন ভোটার তাদের নিজ দায়িত্বে ভোটার ফরম সংগ্রহ করে পূরন করতে। মজার বিষয় হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করার সময়ই আমরা দরজা-জানালা বন্ধ করে রাখি ( আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি দেখেছি ফরম পূরনকারীদের অনেক বাড়ির ভিতর প্রবেশ করতে দেয়া হয়না নিরাপত্তা অথবা অজ্ঞতার কারনে ) সেখানে নিজ দায়িত্বে ভোটার হওয়ার ব্যাপারটা কেমন হাস্যকর লাগছে আমার কাছে। শুধু তাই নয় এমনিতেই আমাদের ভোট কেন্দ্রে গিয়ে বিশাল লাইনে দাড়িঁয়ে ভোট দেয়ার ব্যাপারে আলস্য কাজ করে, এখন যদি নিজ দায়িত্বে ভোটার হতে হয় তাহলে কী হবে সহজেই অনুমেয়।
4-Photon
July 5,2006

No comments: