Friday, July 07, 2006

তথৈবচ

কয়েকদিন অনেকটা স্বেচ্ছাবন্দী জীবন কাটানোর পর আজ বের হয়ে যা মনে হচ্ছে তা হলো আমি আমার জীবনের কতগুলো সুন্দর বিকাল ঘুমিয়ে নষ্ট করেছি। জ্বর এবং ভদ্র ছেলেদের চুল ছোট-এই অজুহাতে চুল( প্রায় সব ) কেটে ফেলে আমার মনের অবস্থা তথৈবচ। অনেকদিন ( প্রায় এক সপ্তাহ ) পর বিকালে বের হলাম, সিটি বাসেই সন্ধ্যা নামে এখন। বাস ছুটে চলে আমার আজন্ম প্রিয়, চেনা মিরপুর রোড ধরে। কলেজগেট এর কাছের কৃষ্ণচূড়া, আসাদগেটের কাছের রাধাচূড়া, ২৭ নম্বরের মুখে কাঁঠালচাপা গাছ-যা কিনা আমি চোখ বন্ধ করলেও দেখতে পাই- কোনোদিন কী ভুলতে পারবো?

No comments: